নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২২, ০৪:৩০ পিএম

নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন ফখরুল

নাশকতার অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজধানীর শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা দুটির হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তাঁরা।

আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

এদিন সকাল ৮টার দিকে আদালতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। আদালতের সময় সকাল সাড়ে ৯টায় হওয়ায় তাঁরা আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবার চেম্বারে অবস্থান নেন।

ফখরুলের আইনজীবী মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৯ সালে হাইকোর্টের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় বিএনপির ৭০ জনকে আসামি করে দুটি মামলা করে পুলিশ।

Link copied!