নায়িকা হতে ইচ্ছুক তরুণীদের যে সতর্কবার্তা দিলেন নূতন

বিনোদন প্রতিবেদক

জুলাই ৩, ২০২২, ০৯:৪২ পিএম

নায়িকা হতে ইচ্ছুক তরুণীদের যে সতর্কবার্তা দিলেন নূতন

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। এখন রুপালি পর্দায় অভিনয় নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে সরব রয়েছেন।

গতকাল শনিবার রাতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নূতন। যারা সিনেমার নায়িকা হতে ইচ্ছুক তাদের উদ্দেশে বেশ কিছু উপদেশও দিয়েছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের বেশ কিছু বিষয়ে খোলামেলা আলাপ করেছেন এক সময়ের ফোক চলচ্চিত্রের এই দুর্দান্ত অভিনেত্রী। দ্য রিপোর্ট ডট লাইভের দর্শকদের জন্য তার ওই স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো।

‘অনেক মেয়ে ছবি দিয়ে ভয়েস দিয়ে বলে আপু নায়িকা হতে চাই, কোন পথ নেই, বাবা মা রাজি না, স্বপ্ন বাস্তবায়ন করতে চাই হেল্প করেন, তাদের জন্য বলি, বাবা -মা না চাইলে এই পথ তোমাদের জন্য না, এসে ২/৩ দিন নাম কামানো যাবে বা একটু চেনা জানা হবে তবে তাতে লাভ নেই আবার স্রোতে হারিয়ে যাবে তখন আরও ভয়াবহ সমস্যা, মানসিক যা বলা যাবে না,সবাই জানবে নায়িকা আসলে তুমি কিছুই না, এই সমস্যায় এখন ৮০% নায়িকার বেলায়,নায়িকা নাম নিয়ে বেরায় তবে শুন্য তারাও জানে তাদের ব্যাথা, তারা কিছু না। নাথিং।

মা -বাবা যা চায় তাই করো৷ জীবন বাচার জন্য বাবা -মা এর ভালোবাসা দোয়া ছাড়া সামনে যাওয়া যাবে না। সম্ভব না,শুধু পরিশ্রম দিয়ে জীবনে কিছু হয় না, আমার "মা " অনেক চাইতেন আমি নায়িকা হই, তাই আমি অনেক দুখের মধ্যেও হয়েছি, হারিয়ে যাই নি।

আর এই মুহুর্তে কেহ ফিল্মের নায়িকা হবে সেটা ভাবতেই আমার ভয় লাগে, তবে মা- বাবার সাপোর্ট যদি থেকে থাকে, অভিনয় নাচ শিখে থাকো তাহলে বলবো আগে মিনিমাম একটা পড়াশুনা শেষ করে আসো, কারন শিক্ষা অনেক জরুরী, শিক্ষা মানে তোমার ব্যাকআপ, এখানে কিছু না হলে নায়িকা নাম দিয়ে আর শিক্ষা কাজে লাগায়ে টিকে থাকতে পারবা, আর শিক্ষা থাকলে কেহ ভুল ভাবে তোমায় পরিচালিত করতে পারবে না, এবং অর্থনৈতিক অবকাঠামো ও শিক্ষার মাধ্যমে তৈরী হবে কারন ফিল্মে টাকা নেই, আগের দিন নেই যে এক ছবি করে সাইনিং মানি দিয়ে গারি কিনে ফেলেছি। দেশের মানুষ চিনেছে, ম্যাম বলে ডাকা, রাস্তায় জ্যাম লাগা, তারা হওয়া, তা এখন নেই।

সুতরাং ভেবে চিনতে অনেক বেশী ভালোবাসা থাকলে তবেই আসো, নায়িকা হবো মানুষ চিনবে ফেইসবুক লাইক এসব আসলে পেটে ভাত দিবে না বরং অসম্মানিত হবে, সবাই বলবে এটা -ইনি-নামে নায়িকা কাজে অন্যটা, আর এখন ফিল্মে সম্মান ও নেই।

২ নাম্বার নায়িকা, রাতের নায়িকা, লাইনের নায়িকা,,, চলে না এসব বলবে।

মানুষের মুখে অসম্মানিত হওয়ায়ার জন্য তোমার জন্ম হয় নাই। জীবন করার অনেক কিছু আছে, ভালো কিছু করে মানুষ চিনবে সে পথ ও অনেক এখন।

আর যাদের, তোমরা ফেইসবুকে নানান ভাবে ছবি দেখে অনলাইন নিউজ দেখে নায়িকা ভেবে মনে করো বিশাল ব্যাপার দেশ বিদেশে ঘুরে আসলে তারাই যানে তারা কিভাবে জীবন যাপন করে, কতটা নির্মমতা তারা বয়ে বেরাচ্ছে।

সুতরাং ভালো ভাবে বাচতে হলে বুঝে শুনে পা ফেলতে হবে, চলচ্চিত্র জীবনের একটা অংশ তবে জীবন না,।আর এই চলচ্চিত্রের নেশায় ডুবে নিজের নিশ্চিত ভবিষ্যত অন্ধকারে ফেলো না, যে কাজ যতটা সহজ সে কাজের পরিনতি ততই ভয়াবহ, আসলা আর নায়িকা বানায়ে দিলো, প্রথম ২/৩ মাস শান্তি তার পরে,?

এমন হলে তো সব নায়ক -নায়িকার, মেয়ে -ছেলেরাই ফিল্মে চলে আসতো, আমার মেয়েকে আমি আমেরিকাতে পড়াশুনা করায়ে কাজ করাতাম না। আমার মেয়ে ৫ ফিট ৮ ইঞ্চি হাইট, নাচ, গান জানা

নদীর এ পার থেকে ওই পার একটু বেশী ভালো লাগে।

কারো কাছে গিয়ে প্রতারিত হয়ো না, এই যায়গায় এসে প্রতারিত হয়ে জীবন শেষ এমন ঘটনা হাজার হাজার,

।।।কেহ কখনো কাহকে শিল্পী বানাতে পারে না।।।

যারা শখের বসে ব্যাকআপ নিয়ে এম্নেই আসতে চাও ফেইসবুকে নায়িকা হতে চাও তারা আসতে পারো,আর ফেইসবুক নায়িকা হতে হলে ফিল্ম করা লাগে না, ২/৩ লাখ টাকা দিয়ে ২ টা ছবির মহরত আর নিউজ করালেই হবে। তবে তা হবে বকামি, অন্য কিছু করলেও এই নায়িকা নাম নিয়ে তাও ভুল হবে।

ভালো থাকো,

দয়া করে প্রতারিত হয়ে না।’

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কেন্দ্রীয় চরিত্রের পাশপাশি পার্শ্ব চরিত্রে  প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন নূতন। সত্তর-আশির দশকে সুজাতা, সুচন্দা, কবরী, শাবানা, ববিতার ভিড়ে তিনিও এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘রাজনর্তকী’, ‘পাগলা রাজা’, ‘রাজলক্ষী শ্রীকান্ত’, ‘বসুন্ধরা’, ‘প্রাণসজনী’ ‘প্রেমবন্ধন’, ‘স্ত্রীর পাওনা’, ‘মানসী’, ‘রাজমহল’, অবিচার’, ‘ফকির মজনু শাহ’। আব্দুল্লা চলচ্চিত্রে তিনি কৌতুক অভিনেতা দিলদারের বিপরীতে অভিনয় করেন। অপূর্ব নৃত্যশৈলীর কারণে তার সব ছবিই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।  

কীর্তনিয়া, শাস্ত্রীয়, কত্থক, ভারতনাট্যম, সর্পনৃত্য, বাউল, ফোক, আধুনিক, ওয়েস্টার্ন-চরিত্র অনুযায়ী নানা ধরনের নৃত্য সমাহারে তিনি আবির্ভূত হয়েছেন।

Link copied!