নির্বাচন নিয়ে বিদায়ী সুইস রাষ্ট্রদূতকে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:১৩ এএম

নির্বাচন নিয়ে বিদায়ী সুইস রাষ্ট্রদূতকে যা বললেন প্রধানমন্ত্রী

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সরকার সব ধরণের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের সাথে সাক্ষাৎকালে সরকারপ্রধান এ কথা বলেন।

শেখ হাসিনার সাথে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের সাক্ষাৎ শেষে এবিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

তিনি জানান, “সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশন আইন প্রণয়নের পর সরকার সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন তদারক করতে আসবে এবং তারা স্বাধীনভাবে তাদের কাজ করবে।”

দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং এর ওপর এবং এর বাজেটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও প্রধানমন্ত্রী সুইস রাষ্ট্রদূতকে অবহিত করেছেন।

Link copied!