নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক

জুন ৯, ২০২২, ০৩:১১ পিএম

নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির সংলাপ আজ

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সাংবিধানিক সংস্থার এ সংলাপ।

গতকাল বুধবার ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আজ সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ইসিতে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্য থেকে ৩২টি সংস্থার প্রতিনিধিদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, চার দফায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক/ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ সম্পন্ন হয়েছে।

আজকের সংলাপে যেসব সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হচ্ছে লাইটহাউস, আইন ও সহায়তা কেন্দ্র (আসক), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কোস্ট ট্রাস্ট, হাইলাইট ফাউন্ডেশন, আদর্শ পল্লী উন্নয়ন সংস্থা (আপউস), বাংলাদেশ আলোকিত প্রতিবন্ধী পুনর্বাসন সোসাইটি, মুভ ফাউন্ডেশন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ, ডরপ, টিএমএসএস, হিউম্যান রাইটস ডিস-এবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ), মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওউস, পিপলস ওরিয়েন্টেড প্রগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার, ডেমোক্রেসিওয়াচ, প্রিপ ট্রাস্ট, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), তৃণমূল উন্নয়ন সংস্থা, ইন্টিগ্রেটেড সোসাইটি ফর উম্যান অ্যান্ড চাইল্ড হেলথ, দ্য গুড আর্থ, খান ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন, ভূইয়া ফাউন্ডেশন, ব্রতী, ফেমা, বাংলাদেশ মানবাধিকার কমিশন। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক বিশেষজ্ঞ হিসেবে আবদুল আলীমকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Link copied!