নির্বাচনকেন্দ্রিক অস্থিতিশীলতা দেখতে চায় না শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২২, ০৫:১৩ এএম

নির্বাচনকেন্দ্রিক অস্থিতিশীলতা দেখতে চায় না শিক্ষার্থীরা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শনিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক প্রাঙ্গণে (টিএসসি) আয়োজিত 'জ্বালাও-পোড়াও-অগ্নিসন্ত্রাস: মানুষ হত্যার রাজনীতি শীর্ষক' দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে একাধিক শিক্ষার্থী এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অগ্নিসন্ত্রাস বিরোধী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সমাজ সেবা সম্পাদক তানভীর হাসান সৈকত। 

এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান বলেন, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, দেশ বিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যে জ্বালাও, পোড়াও, অগ্নি সন্ত্রাস, মানুষ হত্যার সহিংসতা চালিয়েছিল সে ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেই আমাদের এই প্রচেষ্টা।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সেই জনবিরোধী পুরনো শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। দেশের আপামর শিক্ষার্থী সমাজ ইতিহাসের প্রতিটি বাঁকে দেশের স্বার্থ, জনতার স্বার্থ প্রহরীর ন্যায় পাহারা দিয়েছে। ঐ অপশক্তি যদি আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে চায় তবে তা আমাদের সমাজকে আবারও খাদের কিনারে নিয়ে যাবে। তাই এখনই আমাদের সচেতন হওয়া জরুরি। 

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ শর্মা বলেন, টিএসসিতে এসে হঠাৎ এ আলোকচিত্র প্রদর্শনীর দিকে চোখ পড়লো। বর্তমানে দেশের মানুষ যে স্বাভাবিকভাবে চলা-ফেরা করতে পারছে। ২০১৪-১৫ সালের দিকে মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারত না। তাদের মধ্যে সবসময় আতঙ্ক ও আশঙ্কা কাজ করত। দেশবিরোধী মৌলবাদী শক্তিরা মানুষের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করেছিল। এখন আবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের সাধারণ শিক্ষার্থীরা তথা আপামর জনতা তাদের এই ঘৃণ্য তৎপরতাকে রুখে দিবে।

Link copied!