নৌকার বিজয় হলে আমার এক ফোটাও অবদান নাই

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২২, ১২:০৫ এএম

নৌকার বিজয় হলে আমার এক ফোটাও অবদান নাই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান জনগণের বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নৌকার বিজয় হলে তার এক ফোটাও অবদান নেই বলেও শামীম ওসমান উল্লেখ করেন।

রবিবার নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে বেলা সাড়ে ৩টায় ভোট দিয়ে বের হয়ে আসার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম তিনি এসব কথা বলেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, “নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান জনগণের। আমার এক ফোটাও অবদান নাই। আমি একটি ভোট দিয়েছি। একজন নাগরিক হিসেবে।এটাই আমার অবদান। আমার তো দুই ভোট নাই। আমারও এক ভোট, জনগনেরও প্রত্যেকের এক ভোট করে। তাই হারলে দায়ভার আমার না।”

নারায়ণগঞ্জ-৪ আসনের এই এমপি আরও বলেন, ‍“আমরা জিতব। আমি শুধু নৌকা চিনি। নৌকা হারবে না। নির্বাচনে জয় পরাজয় আছে। একজন হারবেন, একজন জিতবেন। আমাদেরই দেশ গড়তে হবে।“

তিনি বলেন, ‍“ভোটটা দিয়ে ভালো লাগল, মাঝেমাঝে আমার ফিঙ্গারপ্রিন্ট ঝামেলা করে, তবে এবার কোনো সমস্যা হয়নি। তারমানে মেশিনটা ভালো।“

ভোট প্রদান শেষে শামীম ওসমান আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।”

১৬ মিনিটের বক্তব্যে শামীম ওসমান একবারও নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নাম বলেননি। নাম না বলে তিনি বলেন, ‘আল্লাহ তাকে হেদায়েত করুক।’

Link copied!