নয়াপল্টনে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২২, ০৪:১১ এএম

নয়াপল্টনে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মকবুল হোসেনের (৪০) পরিচায় পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে মকবুলের স্ত্রী মরদেহ শনাক্ত করেন।

মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আব্দুস সামাদের ছেলে। তিনি পল্লবীর লালমাটি টিনশেড কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

তিনি বিএনপি সমর্থক বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে বিএনপি বা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

তার ভাই আব্দুর রহমান জানান, মকবুল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার কোন পদ ছিল কিনা সেব্যাপারে তিনি কিছু জানেন না।

এর আগে ঢাকায় আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ সামনে রেখে গত দুই দিনের মতো আজও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে নয়াপল্টনে সমাবেশ করার পক্ষে স্লোগান দেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রায়টকার দিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

অন্যদিকে স্লোগান দিয়ে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

Link copied!