পশুর জন্য করোনার টিকা আনল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩১, ২০২১, ১১:০৯ পিএম

পশুর জন্য করোনার টিকা আনল রাশিয়া

রাশিয়া ‘কার্নিভাক-কোভ’ নামে বিশ্বের প্রথম পশুর জন্য করোনার ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা দিয়েছে।

রাশিয়ার মাইক্রোবায়োলজিস্ট ও এই ভ্যাকসিন উদ্ভাবণের সাথে জড়িত গিন্টসবার্গ বলেন, ‘ এই মহামারির পরবর্তী প্রভাব পড়বে খামার এবং গবাদি পশুদের ওপর। যদি আমাদের কার্যকর ভ্যাকসিনের সাহায্যে মহামারি দমন করতে আর একবছর সময় লাগে,ততদিনে আমাদের পোষা ও খামারের প্রাণিগুলো সংক্রমিত হয়ে যাবে।’

গিন্টসবার্গ আরও বলেন, ‘এই ভাইরাস নিয়ে ভবিষ্যতের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিতে হবে। ’

রাশিয়ার ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যান্টারি সার্ভিলেন্সের ফেডারাল সার্ভিসের প্রধান কনস্ট্যান্টিন সাভেনকভ জানান, রাশিয়ার সেন্টার ফর এনিমেল হেলথ ‘কার্নিভাক-কোভ’ ভ্যাকসিনটি উদ্ভাবন করেছেন। তিনি আরও বলেন, ‘এটি পশুদের জন্য বিশ্বের প্রথম এবং বর্তমানে একমাত্র করোনভাইরাস ভ্যাকসিন্’ তিনি দাবি করেন, এই ভ্যাকসিনটি প্রাণির শরীরে করোনা প্রতিরোধে শতভাগ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

দেশটির ভাইরোলজিস্ট ডাঃ নাদেজহদা রাখমানিনা বলেন, ‘সাধারণত পশমযুক্ত প্রাণীদের মানুষের অনেকগুলি সংক্রামক রোগে আক্রান্ত হতে দেখা যায়। এমনকি অনেক প্রাণির ইনফ্লুয়েঞ্জা হওয়ার প্রমাণও রয়েছে। এই প্রাণীগুলি করোনভাইরাসেও আক্রান্ত হতে পারে। সুতরাং ভ্যাকসিনের সত্যই প্রয়োজন।’

সূত্র: ওয়াশিংটন পোস্ট।  

Link copied!