পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে আঙুল তুললো এরদোগানের একে পার্টি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ০২:১৭ এএম

পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে আঙুল তুললো এরদোগানের একে পার্টি

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দাবি করেছেন, তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে পশ্চিমা গণমাধ্যম।

সম্প্রতি জার্মানির 'স্ট্রার্ন' ম্যাগাজিন ও যুক্তরাজ্যের 'দ্য ইকোনমিস্ট' পত্রিকা তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ ও বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। যাতে এরদোগানকে হেয় করার সঙ্গে সঙ্গে ভুলভাবে প্রচার করা হয়েছে।

দ্য ইকোনমিস্টের একটি নিবন্ধে এরদোগানের ওপর বেশ কয়েকটি দোষ চাপানো হয়। এতে বলা হয়, তুরস্কে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার পায়তারা করছেন এরদোগান।

এসব তথ্যকে ভিত্তিহীন বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এক টুইটবার্তায় একে পার্টির মুখপাত্র লিখেছেন, তারা যা করছে তাকে সাংবাদিকতা বলা যায় না। এসব নিশ্চিতভাবে অপপ্রচার।

Link copied!