পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০৬:০৪ এএম

পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

টসে জিতে পাকিস্তানের বাবর আজম ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন । ভ্যান ডার ডুসেনের (১২৩*) হার না মানা শতরান ও ডেভিড মিলারের (৫০) দায়িত্বশীল ফিফটিতে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৫০তম ওভারের শেষ বলে জয় নিশ্চিত করে ৭ উইকেটে (২৭৪/৭)।

বাবর আজম (১০৩) ও ইমাম উল হক (৭০) দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের জুটি উপহার দেয়। বাবর ৩১.৫ ওভারে দলীয় ১৮৬ রানের মাথায় আউট হন। জয় দেখছিল পাকিস্তান। কিন্তু দানিশ (৩) ও আসিফ (২) দ্রুত ফেরেন। এনরিক নরকিয়া ৪ উইকেট নেন। সাদাব খান ৩০ বলে ৩৩ রান করে পাকিস্তানকে কক্ষপথে ফিরিয়ে এনে আউট হন। পরে ফাহিম আশরাফ পাকিস্তানের জয় নিশ্চিত করেন ইনিংসে শেষ বলে। পাকিস্তানের জয়ের জন্য শেষের ওভারে ২ বলে ৩ রান দরকার ছিল। ফাহিম একটি ডাবল নেন। তারপর শেষ বলে জয়সূচক রানটিও আসে তার ব্যাট থেকে।  

দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আগামীকাল জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। গাজী টিভি ও স্টার স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

Link copied!