পাঠানের বদলে পাঙ্কু জামাই!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৮:২২ পিএম

পাঠানের বদলে পাঙ্কু জামাই!

এ মুহূর্তে তুমুল আলোচনা চলছে কিং খানের ‘পাঠান’ ছবি নিয়ে। এ নিয়ে জল্পনা, সমালোচনা যেন থামছেই না। ছবিটি বাংলাদেশে ভারতের সঙ্গে ২৫ জানুয়ারি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্টের কাছে শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ রপ্তানি করা হয়েছে। সেই ছবির বিপরীতে ‘পাঠান’ আমদানির  চেষ্টা চলছে। যদি অনুমতি মিলে যায়, তাহলে ২৭ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাঠান’।

সোমবার দুপুরে খবরটি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব সাইফুল ইসলাম বলেন, “‘পাঠান” বাংলাদেশে মুক্তির জন্য আমরা একটি আবেদন পেয়েছি। মঙ্গলবার বেলা তিনটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে এ–সংক্রান্ত কমিটির সদস্যরা মিটিংয়ে বসবেন। এরপর সিদ্ধান্ত হবে ছবি আনার বিষয়টি।’

বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পর অবশ্যই ‘পাঠান’-কে বাংলাদেশের সেন্সর বোর্ডের চৌকাঠ পেরিয়ে আসতে হবে। এরপরই সিনেমা হলে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘পাঙ্কু জামাই’ রফতানির পর অনন্য মামুন আরেকটি ভারতীয় ছবি আমদানির অনুমতি পেয়েছিলেন। ২০২০ সালে সেটি আমদানির কথা ছিলো। কিন্তু সে সময় করোনা মহামারীর কারণে তিনি তা পারেননি। বিষয়টি ‘পাঠান’ আমদানির চিঠিতে উল্লেখ করে অনুমতি চেয়েছেন মামুন।

Link copied!