পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি গ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৫:২১ পিএম

পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি গ্রহ

আজ (৩০ এপ্রিল) পৃথিবী থেকে খালি চোখেই একসাথে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি গ্রহ। শনিবার সূর্যাস্তের পূর্বে আকাশে এই দৃশ্য দেখা যাবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সামার টাইম- বিএসটি ৫টায় গ্রহ দুটি কাছাকাছি অবস্থান করবে।  

বছরের নির্দিষ্ট সময়ে গ্রহ দুটি কাছাকাছি অবস্থানে আসলেও, এবারের ব্যাপারটা একটু ভিন্ন। মহাকাশ বিজ্ঞানী এবং সোসাইটি ফর পপুলার এস্ট্রনোমির প্রধান নক্ষত্রবিজ্ঞানী অধ্যাপক লুছি গ্রিন বলেছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয় এবং পৃথিবীবাসির ‍উচিত ঘর থেকে বের হয়ে রাতের আকাশে এই দুটি গ্রহের কাছাকাছি অবস্থান স্বচক্ষে দেখা।

প্রায় ১ সপ্তাহ ধরে গ্রহ দুটি খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে। শনিবারের পর আবারও গ্রহ দুটি তাদের ভিন্ন কক্ষপথে চলে যাবে। প্রতিবছর গ্রহ দুটির উপস্থিতি আকাশে লক্ষ্য করা যায়। তবে এ বছর একটু বেশি কাছে অবস্থান করছে। এমন অবস্থা আবারও দেখা যাবে ২০৩৯ সালে। বাইনুকুলার অথবা খালি চোখেই গ্রহ দুটি দেখা যাবে। প্রকৃতপক্ষে গ্রহ দুটির কক্ষপথে রয়েছে ৪৩০ মিলিয়নের মাইলের দূরত্ব। শনিবারের দৃশ্য  খালি চোখে দেখে অনেকেরই হয়ত মনে হতে পারে; অচিরেই গ্রহ দুটির সংঘর্ষ হবে। 

Link copied!