পেছন থেকে ধাক্কা, হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১১, ২০২১, ০৩:৪৮ পিএম

পেছন থেকে ধাক্কা, হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে আহত রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার শেঠ সুখনাল কর্ণানী মেমোরিয়াল হাসপাতালে (এসএসকেএম) চিকিৎসাধীন মমতার চিকিৎসাসেবায় পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তৃণমূল নেত্রীর আহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১১ মার্চ) দলের  নির্বাচনী ইশতেহার ঘোষণা স্থগিত করা হয়েছে।

আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি:Aaj Tak Bangla

আনন্দবাজারের খবরে বলা হয়, আহত হওয়ার পর বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে তাকে সড়কপথে গাড়ির পেছনে শুইয়ে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরপ নিগম-সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা হাজির হয়েছেন হাসপাতালে। প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তারপর এক্স-রে করানো হবে। চোট গুরুতর হলে রাতেই পায়ে প্লাস্টার করা হতে পারে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ওই মেডিকেল টিমে মেডিসিন, সার্জারি, কার্ডিয়োলজি, শল্য, হৃদরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখবেন- উডবার্ন ওয়ার্ডে তাকে কত দিন রাখার প্রয়োজন রয়েছে। চোট গুরুতর হলে, বেশ কয়েক দিন তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পশ্চিমঙ্গের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হয়েছেন।  মঙ্গলবার (৯ মার্চ) নন্দীগ্রামে কর্মিসভার মাধ্যমে প্রচার শুরু করেন মমতা। এদিন রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দিয়ে হলদিয়ায় দিয়ে নির্বিঘ্নেই মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমা দিয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু শেষপর্যন্ত সেই সূচি বদল হয় এবং নন্দীগ্রামেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। সন্ধ্যায় মন্দির থেকে বেরনোর সময়েই ধাক্কাধাক্কিতে আহত হন মমতা। পায়ে প্রচণ্ড চোট লেগেছে তাঁর। আঘাত গুরুতর, প্রচার অসম্পূর্ণ রেখে ইতিমধ্যেই ফিরে এসেছেন কলকাতায়।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করেছেন, শিব মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় কেউ পেছন থেকে তাকে ধাক্কা মারেন। চক্রান্ত করে তাকে ধাক্কা মারা হয়েছে বলেও অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

এ ঘটনার পরই হইচই পড়ে যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস দলের  মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে গিয়েছিলেন। সেখানে অনেক মানুষের ভিড় ছিল। মমতা বন্ধ্যোপাধ্যায় তো মানুষের সঙ্গে বাছ বিচার করে মেশেন না। সেই সময়ে তাকে পরিকল্পিতভাবে আঘাত করা হয়। এটি উদ্বেগজনক প্রবণতা।’

এ ঘটনার  পর দলগতভাবে প্রতিক্রিয়া জানায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন, এটা বড় দুঃখজনক ঘটনা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তবে একটা বিষয় খুবই উদ্বেগের। মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান। তাকে ঘিরে থাকেন পুলিশ ও  নিরাপত্তা রক্ষীরা। কোথায়, কীভাবে নিরাপত্তায় ত্রুটি হলো তা অতি উচ্চ পর্যায়ের তদন্ত করে দেখা উচিত। অবিলম্বে  সেই তদন্ত শুরু করতে হবে। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, সিবিআইকে দিয়ে দ্রুত তদন্ত করানো যেতে পারে।

এদিকে,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন  কমিশন। বাংলার ভোটের বিশেষ পর্যবেক্ষক বিবেক  দুবে বলেছেন, এই ঘটনার সব রকম তদন্ত হবে। কীভাবে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাবলয় ভেদ করে মমতার কাছে অনেকে পৌঁছে গেল তা তদন্ত করে দেখা হবে।

Link copied!