পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪৪ জনে, তেহরিক-ই-তালিবানের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:১১ এএম

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪৪ জনে, তেহরিক-ই-তালিবানের দায় স্বীকার

পাকিস্তানের পেশোয়ার শহরের পুলিশ লাইন মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনের এবং আহত ১৫৭ জন। অন্যদিকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান এই হামলার দায়ভার নিয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) মসজিদটিতে বেলা ১টা ৪০ মিনিটে জোহরের নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্য পুলিশ ও কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার্সের কাছে অবস্থিত মসজিদটিতে বিকট বিস্ফোরণে একটি অংশ ভেঙে পড়ে। সে সময়ে মসজিদটিতে ২৬০ জনের মতো অবস্থান করছিলেন। নামাজের জামাতে সামনের কাতারে যারা ছিলেন তারা চাপা পড়েন। বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা গেছে বলে জানায় স্থানীয়রা।

মসজিদটির ভেতরে উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যেরা। বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম। 

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান জানান, বিস্ফোরণের সময় এলাকাটির কাছে ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা ছিল।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, মসজিদের ভেতরে বিস্ফোরণ প্রমাণ করে, হামলায় জড়িতদের ‘ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই।’

এ ছাড়া দেশটির বিরোধীদলীয় নেতা ইমরান খান এক টুইটবার্তায় এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী আত্মঘাতী হামলা’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

Link copied!