প্রথম বলিউড সিনেমার শুটিং শেষ করে যা বললেন জয়া

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৩:০৩ এএম

প্রথম বলিউড সিনেমার শুটিং শেষ করে যা বললেন জয়া

ঢালিউড-টালিউডের পর এবার বলিউডে পা রেখেছেন জয়া। শেষ করেছেন প্রথম ছবির দৃশ্যধারণের কাজ। গত বছরের ৭ ডিসেম্বর প্রথম বলিউড সিনেমার কাজ শুরু করেন জয়া আহসান। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় প্রাথমিকভাবে “করক সিং” নামে এই সিনেমাটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। শুটিং শেষে সিনেমার টিমের সাথে কাজ করে নিজের ভালো লাগার অভিজ্ঞতার কথা জানালেন ফেসবুকে। 

শুটিং এবং প্যাকআপের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে জয়া আহসান বলেন, “অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রতিটি মুহূর্ত ভালোবেসেছি।”

দুই বাংলায় সমান জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর ভাষ্যমতে, “একজন শিল্পী কতটুক শিখতে পারেন, তার কোনো সীমা-পরিসীমা নেই। প্রতিদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থনের জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।”

এর আগে, গত বছর বলিউডি এই সিনেমার মহরত অনুষ্ঠানে জয়া আহসান বলেছিলেন, “আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতেও সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী রয়েছেন। আমি সব সময় অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাদের সঙ্গে কাজ করা এবং তাও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।”

অন্যদিকে, পঙ্কজ ত্রিপাঠি বলেছেন, “এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।”

জানা গেছে, ছবিটি থ্রিলার-ইনভেস্টিগেটিভ ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে। এই গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখকে।

Link copied!