প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০২:০৮ এএম

প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট বন্ধ

ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, এফএএ উদ্ভূত সমস্যা ও এয়ার মিশন সিস্টেম পুনরুদ্ধারের জন্য কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সমস্যাটির সবশেষ অবস্থা আমরা যাচাই করছি এবং সিস্টেমটি পুনরুদ্ধারের চেষ্টা করছি। এ কারণে ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমজুড়ে অপারেশনগুলো প্রভাবিত হয়েছে। আমরা এ বিষয়ে নিয়মিত আপডেট দেব।’

এক টুইটে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জানিয়েছেন, এ ঘটনার কারণ খুঁজতে প্রেসিডেন্ট একটি পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

এফএএ জানিয়েছে, প্রাযুক্তিক এ সমস্যাটি নোটিশ টু এয়ার মিশনস সিস্টেমের সঙ্গে সম্পর্কিত।

Link copied!