প্রাক্তন প্রেমিক-প্রেমিকার নামে রাখা যাবে তেলাপোকার নাম!

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ০৪:২৪ এএম

প্রাক্তন প্রেমিক-প্রেমিকার নামে রাখা যাবে তেলাপোকার নাম!

আসছে ১৪ ফিব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। এই দিবসের আর খুব বেশিদিন বাকি নেই। যাদের সম্প্রতি প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেছে, ব্রেক আপ হয়ে গেছে তাদের কষ্ট ভোলাতে অভিনব প্রস্তাব দিয়েছে কানাডার টরন্টো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সাবেক প্রেমিক বা প্রেমিকার নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে তারা। চিড়িয়াখানাটি আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এমন আয়োজন করেছে।

তবে শুধু প্রাক্তন প্রেমিক–প্রেমিকাই নয়; অফিসের বস, পুরোনো বন্ধু বা আত্মীয়স্বজন—যিনিই আপনার বিরক্তির কারণ হয়েছেন বা হচ্ছেন, তাঁর নামেই রাখা যাবে তেলাপোকার নাম।

কানাডার টরন্টো চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে! তেলাপোকা দেখলে গা ঘিনঘিন করে রীতিমতো। তাই নোংরা জায়গায় থাকা এই পোকাটিকে প্রতিটি মানুষই ঘৃণা করে মানুষ। আর সেজন্যই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রতি ঘৃণা প্রকাশের মাধ্যম হিসেবে তেলাপোকাকে বেছে নেয়ার কারণ বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

প্রাক্তন প্রেমিক-প্রেমিকা বা অপছন্দনীয় কোনো ব্যক্তির নামে তেলাপোকা নামকরণের ক্ষেত্রে অবশ্য চিড়িয়াখানাটির ওয়েবসাইটে গিয়ে যথাযথ নিয়ম মেনে যেকেউ নথিভুক্ত করে রাখতে পারেন সেই নাম। এ জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বনিম্ন ২৫ ডলার জমা দিতে হবে। ওয়েবসাইটভুক্ত করার পর চাইলে সেই মানুষটির কাছে তেলাপোকার নামযুক্ত একটি ই-কার্ডও পাঠাতে পারবেন।

তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণও (ডিসক্লেইমার) দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বড় বা ছোট, সব জীবের প্রতিই শ্রদ্ধাশীল। উদ্ভিদ ও প্রাণিজগতের বাস্তুসংস্থানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেলাপোকা।

এই নামকরণের ক্ষেত্রে বেশ কয়েকটি  বিষয় ভাবতে বলা হয়েছে।  কোনোভাবেই বিদ্বেষপূর্ণ শব্দ বা অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেতে শুরু করেছে কর্তৃপক্ষ। একজন লিখেছেন, ‘আমি টরন্টো চিড়িয়াখানাকে ভালোবাসি। কিন্তু এভাবে নয়। এটি আমার কাছে আগাগোড়াই অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা মনে হচ্ছে।’

অন্য আরেকজনের বার্তা, ‘এ ধরনের ক্যাম্পেইনের আমি দারুণ ভক্ত। বহুদিন হলো আমার প্রেমিকা আমাকে অন্যায়ভাবে ছেড়ে গেছেন। এই ভালোবাসা দিবসটি বদলা নেওয়ার এক মোক্ষম সুযোগ।’

Link copied!