প্রায় পুরো মঙ্গল গ্রহের ছবি তুলে আনলো চীনা নভোযান ‘তিয়ানওয়েন-১’

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩০, ২০২২, ১১:১০ পিএম

প্রায় পুরো মঙ্গল গ্রহের ছবি তুলে আনলো চীনা নভোযান ‘তিয়ানওয়েন-১’

মঙ্গল গ্রহের মাটিতে দীর্ঘ ১ বছর সময় অবস্থান করে বেশ কিছূ দূর্লভ ছবি তুলে এনেছে চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান। চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, ছবিগুলোতে লাল গ্রহের প্রায় পুরো চিত্রই উঠে এসেছে।

নামের অর্থের দিক দিয়েও বেশ ভিন্নতা রয়েছে নভোযানটির। তিয়েনওয়েন-১ অর্থ কুয়েস্ট ফর হেভেনলি ট্রুথ বা স্বর্গীয় সত্যের অনুসন্ধান। ২০২০ সালের ২৩ জুলাই চীনের ওয়েনচ্যাং স্পেসক্রাফট লনচ সাইট থেকে মিশনটির যাত্রা শুরু হয়। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি নভোযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ মার্শিয়ান ওরবিটে প্রবেশ করে। ২০২১ সালের ১৪ মে নভোযানটির মঙ্গলের মাটি স্পর্শ করে। অন্য কোন গ্রহের উদ্দেশ্যে  চীনের চায়না ন্যাশনাল স্পেস এডমিনিস্ট্রেশন (সিএনএসএ) পরিচালিত  এটাই প্রথম মিশন। মঙ্গলের মাটি স্পর্শ করার পর তিয়ানওয়ান-১ অভিযানের অংশ জুরং রোবট মঙ্গল গ্রহের তথ্যানুসন্ধানের কাজ শুরু করে। সিএনএসএ জানিয়েছেন, ইতোমধ্যে অভিযানের সমস্ত কাজ শেষ হয়েছে। এ সমস্ত কাজের মধ্যে মধ্যম মানের রেজুলেশনে তোলা ছবিগুলো গোটা মঙ্গলগ্রহকেই খুব সুন্দরভাবে তুলে এনেছে বলে জানিয়েছে চীনের এই মহাকাশ সংস্থা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো সিএনএসএ প্রকাশ করেছে, তার মধ্যে মঙ্গলের মাটি,পাহাড়, শৈলশিরা, গিরিপথ,আগ্নেয়গিরি ছাড়াও নানাকিছু পরিষ্কারভাবে উঠে এসেছে। ছয় চাক্কার এই রোবট বিজ্ঞানীদের গবেষণার জন্যও নানা গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেছে।

মঙ্গলের পাহাড় 

মঙ্গলের ২,৪৮৫ মাইলের ভ্যালেস মেরিনাস গিরিখাত

মঙ্গলের বালুরস্তুপ

মঙ্গলের আগ্নেয়গিরির মুখ

মঙ্গলের বরফের স্তর ও হিমবাহ 

এসব ছবির মধ্যে রয়েছে-মঙ্গলের ভৌগোলিক অবকাঠামো, বায়ুমন্ডল, পরিবেশ এবং মাটি। নভোযানটি ১ হাজার ৪০ গিগাবাইটের বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেছে। সিএনএসএ জানিয়েছে, তথ্যগুলোর প্রাথমিক যাচাই-বাছাই ইতোমধ্যে মহাকাশ বিজ্ঞানীরা সম্পন্ন করেছেন এবং পরবর্তি পর্যায়ের বিশ্লেষণের জন্য গবেষক দলের কাছে হস্তান্তর করা হয়েছে।         

Link copied!