প্রায় ৩ হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২২, ০৪:৩৮ এএম

প্রায় ৩ হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান

‘অপরাধমূলক কাজের’ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৩ হাজার তালেবান সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই সদস্যদের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল তালেবান। তাদের অনেকের অপরাধমূলক কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ নিয়ে যাচাই-বাছাই শেষে প্রায় ৩ হাজার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

আফগানিস্তানে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। এরপর তাদের ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। গত বছরের আগস্টে আবার আফগানিস্তান দখলে নেয় তালেবান। তখন থেকেই শাসননীতি নিয়ে সুর বদলেছে তারা। এ বিষয়ে আগের মেয়াদের তুলনায় নমনীয় হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর জের ধরেই সদস্যদের যাচাই-বাছাইয়ে একটি কমিশন গঠন করে তালেবান।

এখন পর্যন্ত ২ হাজার ৮৪০ জনকে বরখাস্ত করা হয়েছে বলে এএফপিকে জানান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যানেলপ্রধান লতিফুল্লাহ হাকিমি। তিনি বলেন, ‘তাঁরা ইসলামিক আমিরাতের বদনাম করছিল। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা ভবিষ্যতে পরিচ্ছন্ন একটি সেনা ও পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি।’মনীয় হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এর জের ধরেই সদস্যদের যাচাই-বাছাইয়ে একটি কমিশন গঠন করে তালেবান।

এদিকে শাসননীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেওয়া তালেবানের বর্তমান সরকার নানা সমালোচনার মুখে পড়েছে। তাদের অধীনে আফগানদের নানা অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Link copied!