ফাল্গুন আর ভালোবাসা দিবস পালিত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৫:১২ এএম

ফাল্গুন আর ভালোবাসা দিবস পালিত

করোনা মহামারির প্রকোপ খানিকটা শিখিল হলেও সর্বস্তরে প্রাণের সঞ্চার এখনো ঘটেনি। তবুও সংস্কৃতিমনা বাঙালি তাদের প্রাণের উৎসব পালনে কোন কার্পণ্য করেনি। বিভিন্ন বয়স ও নানান শ্রেণি-পেশার মানুষ ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে মেতে উঠেছিল।

কোথাও মুখে মাস্ক পরে, আবার কোথাও মাস্কের ব্যবহার কিছুটা শিথিল করে শিশু-কিশোর,তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ আনন্দ-উদ্দীপনায় বসন্তকে বরণ এবং পারস্পরিক উজাড় করা ভালবাসায় নিজেদের মাতিয়ে রাখে।

এদিকে করোনাকালে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক সংগঠন আয়োজন থেকে বিরত থাকলেও ঐতিহ্য মেনে বসন্ত উৎসবের আয়োজন করে একাধিক সংগঠন। বসন্ত বরণকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বসন্ত আর ভালোবাসার রঙে মিশে সংস্কৃতিমনা বাঙালি প্রকৃতির সাথে মিশে নিজেদের সাজিয়ে তুলে।

এদিকে ঋতুরাজ বসন্তের আগমনকে কেন্দ্র করে বিকাল ৪টায় নন্দনমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে বসন্ত উৎসব ২০২১।
নানা কর্মসূচির মধ্য দিয়ে করা অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশ ওয়ার্ল্ড পারফরমিং আর্টস,স্পন্দন নৃত্যদল, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্যম, নন্দন কলা কেন্দ্র এবং মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়, ধৃতি নৃত্যালয় এর শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন।

শিল্পী সাজেদ আকবর ও সালমা আকবর, ইবরার টিপু-বিন্দু কনা এবং খাইরুল আনাম শাকিল-কল্পনা আনামদ্বৈত সঙ্গীত পরিবেশন করেন । শিল্পী অপু আমান, সাব্বির, বিউটি এবং দিতি সরকার একক সঙ্গীত পরিবেশন করেন। দলীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভাওয়াইয়া,সরকারি সঙ্গীত কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা ।
অনুষ্ঠানে নাটকের অংশবিশেষ পাঠ করেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী এবং অনন্ত হীরা ও নূনা আফরোজ। সবশেষে ব্যান্ডদল ‘স্পন্দন’ এর পরিবেশনায় পরিবেশন করেন ব্যান্ড সঙ্গীত।

এদিকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এদিন সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে এবং বিকেল সাড়ে তিনটা থেকে বসন্তবরণ অনুষ্ঠান হয়েছে। এই আয়োজনের উদ্বোধন করেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। দীপর সরকারের যন্ত্র বাদনে শুরু হয় নগরবাসীর বসন্ত বন্দনা। পংক্তিমালায় বসন্তের আবাহন করেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

Link copied!