ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দাম নাচ ভাইরাল, সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৯, ২০২২, ০৪:১৬ পিএম

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দাম নাচ ভাইরাল, সমালোচনার ঝড়

বিশ্বের সবচেয়ে কমবয়সী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।  একটি পার্টিতে তাঁর নাচের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে উদ্দামভাবে নাচতে দেখা যায়।

এসময় মদের গ্লাস দেখা যায়। যদিও মাদক ব্যবহার করার বিষয়টি কঠোরভাবে অস্বীকার করেছেন মারিন৷



ভিডিওতে দেখা যায়, একটি কালো ট্যাঙ্ক টপ এবং একজোড়া সাদা প্যান্ট পরা ফিনল্যান্ডের গ্ল্যামারাস প্রধানমন্ত্রী উদ্দামভাবে নাচছেন। মেয়ে বন্ধুদের সাথে মজা করছেন।

এদিকে, এ ঘটনায় বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। এক বিরোধী নেতা দাবি করেছেন, তাঁর ড্রাগ টেস্ট করা উচিত। সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা এ খবর জানিয়েছে।

২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সানা মারিন। যার ফলে তিনি এখন বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী।

সানা ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাট দলের সদস্য। এর আগে তিনি দেশটির পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Link copied!