ফিফা দ্য বেস্ট- ২০২২ হওয়ার দৌড়ে যারা

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ০৩:০৭ পিএম

ফিফা দ্য বেস্ট- ২০২২ হওয়ার দৌড়ে যারা

ফিফা ২০২২ সালের সেরাদের সেরা খুঁজে নিতে মনোনীত করেছে সেরা খেলোয়াড়, সেরা কোচদের। বিশ্বকাপে যারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তালিকায় তাদের নামই দেখা যাচ্ছে বেশি। 

ফিফা দ্য বেস্ট- ২০২২ পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১৪ জন ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন- লিওনেল মেসি, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, আর্লিং হ্যালন্ড ও ভিনিসিয়াস জুনিয়র। তবে তালিকায় নাম নেই ক্রিস্টিয়ানো রোনালদো। 

যদিও তালিকা বেশ লম্বা তবে ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জয়ের লড়াইটা হবে মূলত তিনজনের। তাঁরা হলেন- রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। বিশ্বকাপ খেলতে পারলে  নিসন্দেহে এই পুরস্কারটি বেনজেমাই পেতেন কারণ ফ্রান্স কাতার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। 

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি টপ ফেবারিট হিসেবেই এই তালিকায় আছে। গত মৌসুমে লিগ ওয়ান জিতেছেন এরপর কাতার বিশ্বকাপ জয়। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বলও জিতেছেন তিনি। অন্যজন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। পুরো বছরের গোলের হিসেবে মেসির চেয়ে অনেক এগিয়ে এমবাপ্পে।

ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড় মনোনয়ন প্রাপ্তরা: করিম বেনজেমা, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, আশরাফ হাকিমি, লুকা মডরিচ, কেভিন ডি ব্রুইনি, আর্লিং হ্যালান্ড, হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, রবার্ট লেভানডভস্কি, সাদিও মানে, মোহামেদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র। 

কাতার বিশ্বকাপে ফাইনাল খেলা দুই দলের কোচরা আছেন সেরা কোচের মনোনয়ন তালিকায়। লিওনেল স্কালোনি ও দিদিয়ের দেশমের সাথে এই তালিকায় টপ ফেবারিট হয়ে আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া কাতার বিশ্বকাপে রূপকথা লেখা আফ্রিকান সিংহদের মরক্কোকে বিশ্বকাপের সেমিফাইনালে খেলানো কোচ ওয়ালিদ রেগরাগুই আছেন তালিকায়। 

সেরা কোচের মনোনয়ন প্রাপ্তরা: লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি, দিদিয়ের দেশম, ওয়ালিদ রেগরাগুই ও পেপ গার্দিওলা। 

সেরা গোলরক্ষক হওয়ার মনোনয়ন পাওয়া পাঁচজনের মধ্যে দুজনই ব্রাজিলিয়ান- অ্যালিসন বেকার ও এদেরসন মোরালেস। মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী এমি মার্টিনেজও। এর বাইরে সেভিয়ায় খেলা মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো আছেন তালিকায়। আর আছেন রিয়ালের থিবো কর্তোয়াও।

এছাড়া ফিফা দ্য বেস্টের নারী ফুটবলারদের মনোনয়ন, নারী ফুটবলের সেরা কোচের মনোনয়ন এবং সেরা নারী গোলরক্ষক ও সেরা ফুটবল ভক্তের মনোনয়ন দেওয়া হয়েছে। সেরা ভক্তের মনোনয়ন পেয়েছেন একজন সৌদি ফুটবল ভক্ত, একজন করে আর্জেন্টিনার ও জাপানের ভক্ত। 

ফিফা দ্য বেস্টে ভোট দেবেন যারা:

ফিফা দ্য বেস্টের ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার (১১ জানুয়ারি) রাত থেকেই। মোট ভোটকে চারটি অংশে ভাগ করা হয়েছে। ২৫ শতাংশ ভোট দেবেন নির্বাচিত দেশের ও সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। বিশ্বকাপ দলের অধিনায়করা দেবেন ২৫ শতাংশ ভোট। ২৫ শতাংশ ভোট দেবেন জাতীয় দলের হেড কোচরা। বাকি ২৫ শতাংশ ভোট নেওয়া হবে ভক্তদের থেকে।

Link copied!