ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিন্দা জানালো সৌদি আরব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ১২:৩০ এএম

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিন্দা জানালো সৌদি আরব

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল অভিমুখে দুটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েল এই রকেট ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে। পরে তারা গাজায় আকাশপথে হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইসরায়েলি দখলদারিত্বের অবসান, উত্তেজনা ও আগ্রাসন বন্ধ এবং বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে সৌদি আরব।

গতকালের অভিযানে নিহত ব্যক্তিদের সংখ্যা হিসাব করলে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটল।

Link copied!