ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হচ্ছেন টেড্রোস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২২, ০৫:০৯ পিএম

ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হচ্ছেন টেড্রোস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদে পরিবর্তন আসছে না। মঙ্গলবার সংস্থাটির প্রধান নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে টেড্রোস আধানম ঘেব্রেইসাসকে মহাপরিচালক হিসাবে পুনরায় নির্বাচিত করেছেন।

জেনেভায় ৭৫তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের সভাপতি আহমেদ রোবলেহ আবদিলেহ এ ঘোষণা দেন।

প্রধান বার্ষিক সভায় তিনি বলেন, গোপন ব্যালটের মাধ্যমে ভোট টেড্রোসকে পুনর্নির্বাচিত করা হয়েছে। তবে টেড্রোস একমাত্র প্রার্থী হওয়ায় এটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র।

করোনাভাইরাস মোকাবেলায় ডব্লিউএইচও-প্রধান হিসাবে বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছেন টেড্রোস আধানম।

পাশাপাশি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিজ সংস্থার কর্মীদের সঙ্গে যৌন নির্যাতন কেলেঙ্কারিসহ অন্যান্য সংকট নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল তাকে। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্বে চ্যালেঞ্জের অভাব নেই। কোভিড-১৯-এর সঙ্গে এবার যুক্ত হয়েছে শিশুদের হেপাটাইটিস এবং মাঙ্কিপক্সের মতো জটিল রোগ।

Link copied!