ফোনে জনসনকে যে হুমকি দিয়েছিলেন পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৬:২০ পিএম

ফোনে জনসনকে যে হুমকি দিয়েছিলেন পুতিন

ব্রিটেনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোনে এই হুমকি দেন পুতিন।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারিতে এমন তথ্য দিয়েছেন বরিস জনসন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পরপরই পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় ধরে কথা হয় ব্রিটিনের তৎকালীন প্রধানমন্ত্রী জনসনের।  দীর্ঘ দিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস অভিযোগ করে বলেন, পুতিন তার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, ‘তিনি (পুতিন) আমাকে আলোচনার এক পর্যায়ে বলেন, “বরিস, আমি আপনাকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে চাই না। এটি করতে আমার মাত্র এক মিনিট বা তারচেয়ে অল্প কিছু সময় বেশি লাগবে”।’

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তার (পুতিন) এমন মন্তব্যের পর আমার মনে হলো, তিনি যে ঠাণ্ডা সুরে কথা বলছেন তাতে স্পষ্ট যে, তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং তিনি স্রেফ যুদ্ধ এড়াতে তার সঙ্গে আমার তরফ থেকে আলোচনা করার মনোভাব নিয়ে খেলছিলেন।’

Link copied!