বগুড়ায় ব্রার্জিল-আর্জেন্টিনা সমর্থকরা মিলেমিশে করলেন আনন্দ মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২২, ১২:২৬ এএম

বগুড়ায় ব্রার্জিল-আর্জেন্টিনা সমর্থকরা মিলেমিশে করলেন আনন্দ মিছিল

খেলা যে আনন্দের জন্য, খেলা যে রেষারেষি বা বিদ্বেষের জন্য নয় তা-ই প্রমাণ করল বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকার বাসিন্দারা। ওই এলাকার ফুটবলপ্রেমীরা বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা একসাথে আনন্দ মিছিল করেছেন। এ নিয়ে ওই এলাকায় আলোচনার তৈরি হয়েছে। অনেকে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে।

ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকরা একে অন্যের প্রতি আক্রমণাত্মক আচরণ করছেন তখন বগুড়ায় উভয় দলের প্রায় ২০০ জন এই র‍্যালিতে অংশ নেন। বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আগ্রহের সৃষ্টি করেছে।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলছেন, বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়ানোর জন্য তাঁরা এই আনন্দ মিছিল করেছেন।

আজ বুধবার বিকেল ৪টায় আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাব এই র‍্যালির আয়োজন করে।

আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাবের সমন্বয়ক মো. সাহানুর ইসলাম শাকিল গণমাধ্যমকে বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল দল বিশ্ব ফুটবলের সৌন্দর্য। মেসি ও নেইমার আমাদের আবেগের জায়গায় রয়েছে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও ব্রাজিল বা নেইমারবিহীন বর্তমান ফুটবল বিশ্ব রংহীন বিবর্ণ হবে। পছন্দের একটি দল না থাকলে টুর্নামেন্টের আকর্ষণ শেষ হয়ে যায়। এজন্য চাই শেষদিন পর্যন্ত দুই দলই টিকে থাকুক। দুই দলের জন্যই শুভ কামনা জানাই। 

Link copied!