বন্যার্তদের সাহায্যে জাবির সাবেক শিক্ষার্থীদের কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২২, ১১:০১ পিএম

বন্যার্তদের সাহায্যে জাবির সাবেক শিক্ষার্থীদের কনসার্ট

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে কনসার্টের আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীরা। আয়োজকরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী।

কনসার্ট থেকে পাওয়া অর্থ বন্যা দুর্গতদের সহযোগিতায় ব্যয় হবে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা আরও জানান, ২৬ এপ্রিল ৩৮তম ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৯ সালের এই দিন বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক যাত্রা করে এই ব্যাচ। গত বছর ওই ব্যাচের এক যুগপূর্তি হলেও করোনাভাইরাস মহামারির কারণে কোন আয়োজন করা সম্ভব হয়নি। করোনা-পরবর্তী ক্যাম্পাস খুলে যাওয়ায় আগামী পহেলা জুলাই (শুক্রবার)  ১৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন এই শিক্ষার্থীরা। 

এ বিষয়ে আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান সালেহী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “আমাদের প্রথম পুনর্মিলনীর আয়োজন চলছে। এরই মধ্যে দেশের উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কনসার্ট চলাকালীন উন্মুক্ত তহবিল সংগ্রহ করে তা বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

কনসার্টে গান পরিবেশন করবেন কৃষ্ণকলি, আভাস এবং বাংলা ফাইভ। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দ্য রিপোর্ট ডট লাইভ।

Link copied!