বলিউড বা ভারতীয় চলচ্চিত্রে সেক্স সম্পর্কে যা বললেন শ্রীলেখা মিত্র

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৩, ০৮:৩০ এএম

বলিউড বা ভারতীয় চলচ্চিত্রে সেক্স সম্পর্কে যা বললেন শ্রীলেখা মিত্র

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র প্রীতির কথা নিশ্চয়ই মনে আছে দর্শকদের। বাসু চ্যাটার্জ্জি পরিচালিত সিনেমাটির নায়ক অজিত( বাংলাদেশের নায়ক ফেরদৌস) যে প্রতিষ্ঠানে কাজ করে তার মালিকের মেয়ে ও অফিসের বস প্রীতি (টালিউডের নায়িকা শ্রীলেখা মিত্র) তার প্রেমে পড়ে যায়। কিন্ত অজিত জানিয়ে দেয় যে সে অন্য একজনকে ভালোবাসে। কিন্ত বস (শ্রীলেখা মিত্র) তার উপর জোর করতে থাকে। এ থেকে বাঁচতে ফেরদৌস ওই চাকরি ছেড়ে দেয়। 

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ওই প্রীতি অর্থাৎ টালিগঞ্জের বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঢাকায় অবস্থান করছেন।  সোমবার ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এক আলোচনা সভায় বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রে সেক্স নিয় কথা বলেছেন।

ঘুরিয়ে ফিরিয়ে কথাবলার চাইতে সোজা-সাপটা কথা বলার অভ্যাস শ্রীলেখা মিত্রের। তাইতো তিনি ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা বলে পরিচিত। সবার সামনে বারবার ধরা পড়েছে তার সাহসী রূপ। সোমবার ঢাকায়ও নতুন করে মুখ খুলে আলোচনায় আসলেন তিনি।

অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্ন ছিল-বলিউড বা ভারতীয় চলচ্চিত্রে সেক্স এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে কেন? এর জবাবে শ্রীলেখা মিত্র বলেন, “সেক্স বিষয়ক কন্টেন্ট ইন্টারনেটে সবেচেয়ে বেশি সার্চ করা হয়। স্ক্রিপ্ট বা চরিত্রের প্রয়োজেনে সেক্স ডিমান্ড করলে এটি সুন্দরভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। সেক্স বা লাভ মেকিং সিন শুধুমাত্র সৃষ্টির জন্য করা নয়, এটি বিনোদনেরও খোরাক যোগানোর বিষয়। তাই কেন আমরা এতে অভ্যস্ত হবো না?”

শ্রীলেখা আরও বলেন, “আমরা ভারতীয়রা তৃতীয় বিশ্বের একটি দেশের লোকজন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইস্যুতে সমর্থন পাচ্ছি। আপনি যদি ইউরোপের বা বিদেশের কোনো সিনেমা বা সিরিজ দেখেন, তবে লক্ষ্য করে থাকবেন সেখানে সেক্স বা লাভমেকিং দৃশ্যের অনেক কিছু  আছে। তাহলে সেগুলো কি শুধুমাত্র যৌনতা উপভোগের জন্য? আমি এটি মোটেও মনে করি না। আমার মতে ওইগুলো গল্পের প্রয়োজনে ও উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এগুলো হচ্ছে গল্পের নতুনত্বকে দর্শকদের সামনে তুলে ধরার নতুন নতুন উপাদান। তাই এখানে ইচ্ছে করলেই সেক্স দৃশ্য বাদ দেওয়া বা দৃশ্যের ৮০ ভাগই কেটে ফেলা উচিত হবে না। তবে পরিচালক মনে করলে বা চরিত্রের সঙ্গে বেমানান হলে কাটা যেতে পারে।“

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওই আলোচনা সভায় শ্রীলেখা মিত্র আরও বলেন,“মানুষতো সেক্সসিনগুলো দেখে ভালগার বলে দাবি করতে পারে বা বলতে পারে ছবির এদৃশ্যগুলো সুন্দর নয়। এক্ষেত্রে তুমি কীভাবে এগুলো দেখো এবং কীভাবে এগুলো গ্রহণ কর-এটাই হচ্ছে আসল কথা। এর অর্থ হচ্ছে-নারী-পুরুষ, লিঙ্গ, জাত-পাত এগুলোর মধ্যকার দূরত্বটা ‍বাদ দিয়ে মানুষ হও।”

প্রসঙ্গত,শ্রীলেখা মিত্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। উৎসব আয়োজক সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী হয়। ১৯ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রীলেখা মিত্র। একই মিলনায়তনে ২১ জানুয়ারি দুপুর ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে।

Link copied!