অমিতাভ বচ্চনের জন্মদিন আজ, মধ্যরাতে চমকে দিলেন ভক্তদের

বিনোদন ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৬:৩৪ পিএম

অমিতাভ বচ্চনের জন্মদিন আজ, মধ্যরাতে চমকে দিলেন ভক্তদের

৮০ বছরে পা রাখলেন ভারতীয় সিনেমার সর্বকালের সেরা সুপারস্টারদের অন্যতম ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চন। জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাসহ হাজারো ভক্ত। তাঁর জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না।

ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈসলাবাদের এক শিখ-পাঞ্জাবী ছিলেন।

তবে এ বছর ভক্তদের খানিকটা চমকে দিয়েই মাঝরাতে খুলে দেওয়া হয়েছিল মেইন গেট। অমিতাভ বেরিয়ে আসেন বাইরে। তার পরনে ছিল রাতের পোশাক। আর সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা নন্দা। এরপর বাইরে উঁকি দিয়ে সবাইকে ধন্যবাদ জানান তিনি। হাত জোড় করে অভিবাদন জানান ভক্তদের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, হ্যাপি বার্থডে টু অমিতাভ বচ্চন জি। উনি ভারতীয় ছবির এমন একজন স্বনামধন্য অভিনেতা, যার ছবি প্রতিটি প্রজন্মের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। উনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।

মাত্র বিশ বছর বয়সে অভিনেতা হওয়ার উদ্দেশ্যে কলকাতার ব্ল্যাকার এন্ড কোং নামক জাহাজ কোম্পানির কাজে ইস্তফা দিয়ে মুম্বাই আসেন। অনেক পথ পেরিয়ে 'সাত হিন্দুস্তানি' নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে ছবির জগতে আত্মপ্রকাশ করেন। যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি, তবুও অমিতাভ এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই অভিনেতা।

শুধু সিনেমার রঙিন পর্দায় নয়, নিজের পারিবারিক জীবনেও সফল এই সুপারস্টার। ৩ জুন ১৯৭৩ সালে বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে জীবনের পথা চলা শুরু অমিতাভের৷ ৪৭ বছর কাটিয়ে আজও বলিউডের সেরা দম্পতি হিসেবেই খ্যাত তারা।

তাদের দুই সন্তান শ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন। ছেলে অভিষেক বান্টি অর বাবলি, দাশ, ব্লাফমাস্টার , ধুম ২, গুরু , সরকার রাজ, বোল বচ্চনসহ আরও অনেক সিনেমা দিয়ে বলিউডে বেশ শক্ত অবস্থান করে নিয়েছেন।

Link copied!