বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ০৪:৫৮ এএম

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) আয়োজিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ ও স্বাগতিক ওমানের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৭-৬ ব্যবধানে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এর আগে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শিরোপা জয়ের লক্ষ্যে অটুট থাকে লাল-সবুজের জার্সিধারীরা। ওমানের রাজধানী মাসকাটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৩-০ গোলে হারায় থাইল্যান্ডকে।

এ টুর্নামেন্টের শেষ চারে নাম লিখিয়ে আগেই জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে কোচ মামুন-উর রশীদের দল। এবার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে তারে। এর আগে গ্রুপ পর্বে ‘বি’ পুলে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। এরপর উজবেকিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে টিকিট কাটে লাল-সবুজের জার্সিধারীরা। 

Link copied!