বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ১২:৪২ এএম

বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজ সূচি প্রকাশ

আগামী মার্চে বাংলাদেশে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। লাল সবুজদের ডেরায় তিনটি ওয়ানডে ও সমানসংখ্যান টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম ও শেষের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ইংল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।

নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দল। এমনকি বাংলাদেশে এসে তাদের যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাও বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ রবিবার বলেছেন, ‘ মূল সিরিজ শুরুর আগে আমরা প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম যেটা সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। এবার কোন প্রস্তুতি ম্যাচ হচ্ছে না।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছাবে ইংল্যান্ড। আর দুই বোর্ডের (বিসিবি ও ইসিবি) সমঝোতায় দুটি প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছিল বিসিবি। সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল ইংলিশ ক্রিকেটারদের। আর দুটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল ২৪ ও ২৬ ফেব্রুয়ারি।

 

 ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর।

 

Link copied!