বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কৃষক নেবে গ্রিস

ন্যাশনাল ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০১:০০ এএম

বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কৃষক নেবে গ্রিস

কৃষিকাজের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর ৪ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে গ্রিস। বুধবার ঢাকায় ইউরোপের এ দেশটির সঙ্গে এ বিষয়ে পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে চুক্তি সই করেন সফররত গ্রিসের  অভিবাসনমন্ত্রী নতিস মিতারাচি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় শ্রমিকদের ৫ বছর মেয়াদী অস্থায়ী ’ওয়ার্ক পারমিট’ দেওয়া হবে। তবে চাহিদা না থাকলে ৫ বছর পর শ্রমিকদের দেশে ফিরে আসতে হবে বলেও চুক্তিতে বলা হয়েছে।মন্ত্রণালয় বলছে, এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদশের কর্মীদের জন্য গ্রীসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল। একইসাথে গ্রীসে অবস্থানরত বাংলাদেশীরা ধীরে ধীরে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।

আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, স্বাস্থ্যবীমার প্রমাণপত্র জমা দিতে হবে কর্মীদের। নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে কর্মীদেরকে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গ্রিকমন্ত্রী মিতারাচি বলেন, গ্রিসের পার্লামেন্ট অনুমোদন দিলে শিগগিরিই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংক্ষেপে ইউএনডিপির তথ্যমতে, বাংলাদেশের মোট কর্মক্ষম প্রায় ১১ কোটি মানুষের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। ২০৩০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২ কোটি ৯৮ লাখে। 

ছবিতে বাংলাদেশের কৃষক

বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের তথ্যমতে, বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ দেশের বাইরে কাজ করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২১ সালে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশ ২২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে। শ্রমিকরা দক্ষ হলে এ আয় আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।    

 

Link copied!