বাংলাদেশ ২০২৩ সালে বিশ্বকাপ জিতবে : সাকিব

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ২, ২০২১, ১০:১৬ এএম

বাংলাদেশ ২০২৩ সালে বিশ্বকাপ জিতবে : সাকিব

১৯৯৯ সালে প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপর ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টাইগাররা খেলেছে। ৬টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন কোয়ার্টার ফাইনাল। আর সেটা ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে। ২০১৯ সালে বাংলাদেশ শেষ চারে খেলতে ব্যর্থ হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলশের বিশ্বকাপটি অন্য ফরম্যাটের ছিল। সবাই সবার মোকাবিলা করেছে। সাকিব এই বিশ্বকাপের টপ পারফরমার ছিলেন। এরপর জল অনেক দুর গড়িয়েছে। তবে সাকিবের মনে এখনো বিশ্বকাপ জয়ের স্বপ্ন রয়েছে। ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেটা জিততে চান এই দেশ সেরা অলরাউন্ডার। 

বৃহস্পতিবার দারাজের একটি লাইভে সাকিব অনেক সাকিব তার জীবনের নানা অংশ নিয়ে আলাপ করেছেন। সাকিবকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে। জবাবে তিনি বলেছিলেন,‘ ২০২৩ সালে জিতবে।’ এই অনুষ্ঠানটির উপস্থাপকের পরের প্রশ্নটি ছিল , কেন ? সাকিবের উত্তর ছিল,‘ কারণ আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে সেটা। আর যদি না জিতি তাহলে ২০২৭ বিশ্বকাপ অবধি খেলার ইচ্ছা আছে। বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে অবসরে যেতে চাই।’

বাংলাদেশকে বিশ্বকাপের স্বপ্ন দেখিয়ে ছিলেন তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ। ২০১৫ সালে সম্ভাবনা ছিল। ২০১৯ এ  মনে হয়েছিল লিটন, সৌম্য ও মোসাদ্দেকরা ব্যাকআপ দিতে পারবে। বিশ্বকাপ জয়ের জন্য ওই বিগ ফাইভের পর সেভাবে নির্ভরশীল ক্রিকেটার আসেনি। এটা বাস্তবতা। টানা বা প্রতি ম্যাচে পারফরম্যান্স কারো কাছ থেকেই আসছে না। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট যে অবস্থানে রয়েছে। সেখানে গিয়ে পারফর্ম করে বিশ্বকাপ জেতা অনেক কঠিন কাজ। তারপরও স্বপ্ন দেখতে দোষ নেই। সাকিব স্বপ্ন দেখতেই পারেন। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না।  

 

Link copied!