বাংলাদেশে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২২, ০১:১৫ এএম

বাংলাদেশে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, “রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) কথা বলছে তারা। আমরা সেই প্রস্তাব বিবেচনা করে দেখছি।”

সোমবার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, “সারা পৃথিবীতে তেল ও গ্যাস পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। এটা চিন্তা করতে হবে। সকালে এক দাম, আবার বিকেলে আরেক দাম। এবং তা সবসময় অতিরিক্ত। এই ২০ টাকা বেড়েছে তো দুই টাকা কমেছে। এটা নিয়ে তো আমাদের ভাবলে হবে না। আমরা স্টেবল রাখতে চাই।”

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে চ্যালেঞ্জ রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চ্যালেঞ্জ থাকলে তো বিশ্ববাজারে দাম বেড়ে যাবে। তখন আবার একটা খারাপ অবস্থা হবে। কারণ ইতোমধ্যে আমরা ফিল করছি তেলের সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা আছে। জাহাজ পাওয়া যাচ্ছে না। তিন থেকে চারগুণ বেড়েছে জাহাজের ভাড়া। এটা মনে রাখতে হবে। এই মুহূর্তে সমন্বয়ের দিকে যাচ্ছি না। বিশেষ করে তেলের দামের দিকে। যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে হয়তো যাব।”

বিদ্যুৎ উৎপাদনেও জ্বালানি তেলের ওপর চাপ কমানোর কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আগামী বছর আমাদের বেশ কয়েকটি গ্যাসভিত্তিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে পারব। এতে খরচ সাশ্রয় হবে।”

Link copied!