বাজারে এল অ্যামাজফিটের নতুন দুই মডেলের স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০১:২৮ এএম

বাজারে এল অ্যামাজফিটের নতুন দুই মডেলের স্মার্টওয়াচ

গ্লোবাল স্মার্টওয়াচ ব্র্যান্ড অ্যামাজফিটের জিটি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ দেশের বাজারে এসছে। নতুন দুটি মডেল- ‘জিটিআর ৪’ ও ‘জিটিএস ৪’ উন্মোচন করে পরিবেশক প্রতিষ্ঠান মোশান ভিউ। ই-কমার্স প্রতিঠান দারাজের এক লাইভ ইভেন্টের মাধ্যমে এই  নতুন এই দুটি মডেলের স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়েছে।

ফ্ল্যাগশিপ ঘরানার এই স্মার্টওয়াচে রয়েছে কলিং ফিচার, অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লেসহ ১৫০টিরও বেশি স্পোর্টস ট্র্যাকিং ফিচার। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যামাজফিটের নিজস্ব অপারেটিং সিস্টেম জেপ ২.০। ডুয়াল ব্যান্ড প্রযুক্তির এই স্মার্টওয়াচে আরো ব্যবহৃত হয়েছে ৬টি স্যাটেলাইট পজিশনিং, ব্যায়োট্রাকার ৪.০ পিপিজি ব্যায়োমেট্রিক সেন্সর।

একবার চার্জ দিয়ে ওয়াচগুলো চলবে ১৫ দিন পর্যন্ত। রয়েছে ৪ জিবি স্টোরেজ সুবিধা। এ ছাড়া ৫ এটিএম ওয়াটার প্রুফ রেটিং, যা পানির ৫০ মিটার গভীর পর্যন্ত ওয়াচটিকে রক্ষা করবে। থাকছে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো আধুনিক সুবিধা। দুটি মডেলেই নেভিগেশন ক্রাউন বাটন ব্যবহৃত হয়েছে। যা অ্যান্ড্রয়েড ও অ্যাপল উভয় ফোনের সঙ্গে ব্যবহার করা যাবে। দেশব্যাপী মোশন ভিউয়ের সকল আউটলেটসহ বিভিন্ন রিটেইল শপ ও অনলাইন শপে স্মার্টওয়াচ দুটি পাওয়া যাচ্ছে।

Link copied!