বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১০, ২০২১, ১০:২৬ পিএম

বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের ঢল

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে। বুধবার (১০ মার্চ) রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি'র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং অন্য পাঁচ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী যথাক্রমে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, নজরুল ইসলাম মঞ্জু ডাক্তার শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।

বেলা দুইটায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশস্থলে নেতাকর্মীর ঢল নামে। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা পুরো সমাবেশস্থল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, সাজা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন।

সমাবেশকে কেন্দ্র করে খিলগাঁও এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আমাদের আজকের সমাবেশ মোহাম্মাদপুরে হওয়ার কথা ছিল, কিন্তু সমাবেশে যাতে নেতাকর্মীরা না আসতে পারে সেজন্য গতকাল রাতে তরিঘরি করে সমাবেশের স্থান পরিবর্তন করে দেয়। কিন্তু সরকার ব্যর্থ হয়েছে ষড়যন্ত্র করে। বিএনপির হাজারো নেতাকর্মীরা সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলা করে আজকের সমাবেশস্থলে এসেছেন।

Link copied!