বিচারকের কোরবানির গরু চুরির ঘটনায় ২ মাস পর গ্রেপ্তার ২

আদালত প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৪:১৪ এএম

বিচারকের কোরবানির গরু চুরির ঘটনায় ২ মাস পর গ্রেপ্তার ২

গত ঈদ উল আযহায় কোরবানি দেওয়ার জন্য সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরীর কেনা গরু চুরি হওয়ার ঘটনায় দুইমাস পর দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে বিকেলে  আদালতে তোলে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, “বিচারকের গরু চুরির ঘটনায় গ্রেফতারকৃত চোরদের আদালতে হাজির করার পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। এর আগে গরু চুরির ঘটনায় মামলা দায়ের হলে আমরা গভীরভাবে তদন্ত করি। এরই সূত্র ধরে ২ জনকে গ্রেপ্তার করা হয়।”

প্রসঙ্গত, গত কোরবানির ঈদে একটি গরু কিনেছিলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী। ওই গরুটি সিলেটের আদালত চত্বরে রাখা হয়েছিল। তবে ঈদের দিন সকালেই ওই গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় গরু চুরির মামলা করেন।

Link copied!