বিদেশে নয়, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১২:৪১ এএম

বিদেশে নয়, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশে নয়, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে দুবাইতে বেশ কয়েকজন বাংলাদেশীর বিনিয়োগ নিয়ে খবর বের হওয়ার প্রেক্ষাপটে পরিকল্পনামন্ত্রী এ কথা বললেন। 

দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সুযোগের দেশ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সিআইপি এবং ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশের সদ্ব্যবহার করার আহ্বান জানান। একই সাথে দেশের অর্জনগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতে এক দ্বিপাক্ষিক সফরে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

Link copied!