বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাতে সরস্বতী পূজা আজ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৩, ০৬:৪৯ এএম

বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাতে সরস্বতী পূজা আজ

বাণী অর্চনা, কলা ও বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। যথাযথ মর্যাদায়  বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে।

ধর্মীয় বিধান মতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে থাকেন অগণিত ভক্ত।

সনাতন ধর্মালম্বীরা মনে করেন, দেবী সরস্বতী শুধুমাত্র সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক নন, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রীও। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন অগণিত ভক্ত।

সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠান মালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে প্রতিবছরের ন্যায় এবারও মহাসাড়ম্বরে সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সকালে শুরু হচ্ছে পূজার্চনা এবং অঞ্জলি প্রদান। এছাড়াও সকালে হাতে খড়ি এবং প্রসাদ বিতরন করা হবে। সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও হল জুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা পূজার আয়োজন করেছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে প্রতিমা স্থাপন, সকাল ৯টায় পুস্পাঞ্জলি এবং পরে প্রসাদ বিতরণ।

 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিবৃতি

সংগঠনের সভাপতি জে. এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার সরস্বতী পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের বিকাশ ঘটিয়ে অজ্ঞতার সকল অন্ধকার দূর করবেন।

Link copied!