বেশ কয়েকটি দেশ গোপনে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে: দিমিত্রি কুলেবা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ০৩:৪৫ পিএম

বেশ কয়েকটি দেশ গোপনে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে: দিমিত্রি কুলেবা

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ন্যাটোভূক্ত বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে। এর পাশাপাশি গোপনে আরও কয়েকটি দেশ তাদের কাছে অস্ত্রের চালান পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

ফরাসি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারের সূত্র ধরে ইউক্রিনফর্ম ডটনেটের প্রতিবেদনে বলা হয়, দিমিত্রি কুলেবা জানিয়েছেন কয়েকটি দেশ ইউক্রেনকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে যদিও তারা প্রকাশ্যে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করছে।

কুলেবা জানান, কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র দিচ্ছে এসব দেশ। ফ্রান্সের একটি পত্রিকাকে এক সাক্ষাৎকারে কুলেবা এসব কথা বলেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই তৃতীয় পক্ষের বেশিরভাগ দেশ প্রকাশ্যে বলছে যে, তারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে না কিন্তু সবই ঘটছে পর্দার আড়ালে ‘ তবে কারা গোপনে এবং তৃতীয় পক্ষ হয়ে ইইক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদের নাম বলেননি কুলেবা।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বেশিরভাগ দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে নিজেরাই এখন অস্ত্র-স্বল্পতার মুখে পড়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠেেএসেছে। এর মধ্যেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানালেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং নেদারল্যান্ডসের মতো কয়েকটি দেশ ছাড়া ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ অস্ত্র-স্বল্পতায় ভুগছেন।পশ্চিমা ত্রিশটি দেশের মধ্যে বিশটি দেশ এই অস্ত্র সংকটের মুখে পড়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Link copied!