বেয়ারস্টোর সেঞ্চুরি, ব্যর্থ কোহলি

ক্রীড়া ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৬:২১ এএম

বেয়ারস্টোর সেঞ্চুরি, ব্যর্থ কোহলি

বিরাট কোহলি সেঞ্চুরি পান না ৭৫ ইনিংস হয়ে গেল (আন্তর্জাতিক ক্রিকেট)। রবিবার এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট তিনি। প্রথম ইনিংসে ফিরেছিলেন ১১ রানে। এদিকে জনি বেয়ারস্টো আবার সেঞ্চুরি করেছেন। এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। মোট টেস্টে তার ১১তম টেস্ট সেঞ্চুরি হয়ে গেল। 

ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১২৫ রানে দিন শেষ করেছে। ২৫৭ রানের লিড চলে এসেছে। পুজারা ৫০ ও ঋশভ পান্ট ৩০ রানে খেলছিলেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৪ রানে শেষ হয়। 

৫ টেস্টের সিরিজ এটি। ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সিরিজে। 

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ২৭টি টেস্টে ও ওয়ানডেতে ৪৩টি সেঞ্চুরি করেছেন। ৭০টি সেঞ্চুরির পর দীর্ঘদিন তার সেঞ্চুরি নেই। সর্বশেষ সেঞ্চুরিটি ২০১৯ সালে কলকাতায়। সেবার টেস্ট সেঞ্চুরি ছিল। আর প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। 

 

Link copied!