বৈকাল হ্রদের গভীরে রাশিয়ার টেলিস্কোপ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ০৯:০০ পিএম

বৈকাল হ্রদের গভীরে রাশিয়ার টেলিস্কোপ

বিজ্ঞান আমাদের প্রতিনিয়ত নতুন জিনিস উপহার দেয়। সেই উপহারে সমৃদ্ধ হয়ে এগিয়ে যায় মানবসভ্যতা।  সেই এগিয়ে যাওয়ারই একটা ধাপে এগিয়ে গেল রাশিয়া। বৈকাল হ্রদের গভীরে ‘Elusive Sub-atomic Particles’ কণার অস্তিত্ব খুঁজে পেতে রাশিয়া একটি টেলিস্কোপ বসিয়েছে।

টেলিস্কোপটির নাম 'বৈকাল-জিভিডি'। টেলিস্কোপটি হ্রদের অতলান্ত পানির নীচে বসানোর কারণ মোটামুটি পরিচিত এক বিশেষ ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার সন্ধান। কণাটির নাম 'নিউট্রিনো'। Detecting Neutrinos এই কণাটি ফোটনের মতো ভরহীন, আলোর কণার মতোই গতিবেগে।

তবে ফোটনের সাথে এই কণার কিছু পার্থক্যও আছে। আলোর কণার পথ বাঁকাচোরা হয়। নিউট্রিনোর তা হয় না। উৎস থেকে বেরিয়ে এরা একই পথ ধরে ছুটে চলে। তাই তাদের চলার পথ ধরে এ ব্রহ্মাণ্ডের অনেক রহস্যের সন্ধান করা যায়। সেই চেষ্টার লক্ষ্যেই রাশিয়ার এই উদ্যোগ।

নিউট্রিনোকে নাগালে পাওয়া কঠিন। কেননা সাধারণত নিউট্রিনো সব কিছু ফুঁড়ে বেরিয়ে যায়। কোনও ভাবেই তাদের ধরা যায় না। তবে কিছু কিছু নিউট্রিনোর নাগাল পাওয়া যেতে পারে। তার জন্য একটু খাটতে হয়। যেতে হবে প্রাকৃতিক ভাবে প্রত্যন্ত কোনও বিন্দুতে। যেমন পুরু বরফের চাদর। গভীর জলস্তর। বৈকালের জল থেকে যদি নিউট্রিনোর টিকি ছোঁয়া যায়, তা হলে হয়তো খুলে যেতে পারে এ বিশ্বের কোনও অজানা রহস্য়ের দরজা।

প্রসঙ্গত, এমন আরও একটি টেলিস্কোপ আমেরিকা অ্যান্টার্কটিকায় স্থাপন করেছে। সেটির নাম 'আইসকিউব'।

সূত্র: দ্য স্পেস।

 

 

Link copied!