ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন দেখানোতে ফেসবুককে নিষেধাজ্ঞা

প্রযুক্তি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২২, ০৩:৪৮ পিএম

ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন দেখানোতে ফেসবুককে নিষেধাজ্ঞা

কোনো বিষয় নিয়ে সার্চ করলে বা কারও সাথে কথা বললে বা লিখলে সেসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে সে বিষয় সম্পর্কিত বিজ্ঞাপন দেখাতে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। হোমপেইজ স্ক্রল করতে থাকলে দেখা যায় ব্যবহারকারী যেসব বিষয় নিয়ে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছে সেসব বিষয়ের বিজ্ঞাপন কিছুক্ষণ পরপরই দেখানো হয়। 

ব্যক্তিগত তথ্য ও উপাত্তের বিশ্লেষণ করে ব্যবহারকারীকে ঠিক সেই ধরনের বিজ্ঞাপনই দেখানো হয়। এমন কি ফেসবুকের বার্তা পাঠানোর অ্যাপ মেসেঞ্জারেও সেই বিজ্ঞাপন দেখা যায়। এভাবে তথ্য সংরক্ষণ করে নেয়া খুবই অনিরাপদ। তবে ব্যবহারকারীদের জন্য সুখবর হলো এই তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন দেখানো অচিরেই বন্ধ হতে যাচ্ছে।

একজন ব্যবহারকারীর তথ্য এভাবে সংরক্ষণ করার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি একটি কনফিডেনশিয়াল ইইউ প্রাইভেসি ওয়াচডগ এ এমন সিদ্ধান্ত নিয়েছে। এটি কার্যকর হলে ফেসবুক এভাবে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে না।

এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার জন্য ইউরোপীয় ডাটা প্রটেকশন বোর্ডের ইইউ প্রাইভেসি ওয়াচডগের পক্ষ থেকে আইরিশ প্রাইভেসি রেগুলেটরকে এক মাস সময় দিয়েছে।

Link copied!