ব্রাজিলের ইউরোপিয়ান ‘শনির দশা’ কি কাটবে এবার?

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৯, ২০২২, ০৭:৪২ পিএম

ব্রাজিলের ইউরোপিয়ান ‘শনির দশা’ কি কাটবে এবার?

এবার কি ব্রাজিলের পক্ষে সম্ভব হবে ইউরোপীয় ‘শনির দশা’ কাটানোর? ২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকে হেক্সা জয়ের পথে ব্রাজিলের ওপর যেন এই ইউরোপের ওই শনির দশা বা ভূত চেপে বসে আছে।

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর চার চারটি বিশ্বকাপে তিনবার কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। কিন্তু তিনবারই ইউরোপের কোনো না কোনো দলের কাছে হেরে বাদ পড়েছে। ২০০৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। কিন্তু জিনেদিন জিদানের একক নৈপুণ্যে ১-০ গোলে হার মেনেছিল ব্রাজিল।

আবার ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নেদারল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পরের বিশ্বকাপের জন্য নতুন স্বপ্ন বুনতে হয়েছিল তাদের।

কিন্তু ২০১৪ সালে নিজের ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানের কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের শিকার হতে হয়েছিল ব্রাজিলকে। এই দুঃস্বপ্ন ম্যাচের স্মৃতি সবসময়ের জন্য ভুলে থাকতে চান ব্রাজিল সমর্থকরা।

চার বছর পর রাশিয়ায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সোনালি প্রজন্মের মুখোমুখি হয় তিতের ব্রাজিল। প্রথমে এগিয়ে গিয়েও পরে ২-১ গোলের হারে বিদায় নিতে হয় লাতিন দলটিকে।

এবার ২০২২ বিশ্বকাপে এসেও কোয়ার্টার ফাইনালে আবারও নতুন এক ইউরোপীয় দল ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। গত চার বিশ্বকাপের ইউরোপিয়ান গ্লানি কি এবার দূর করতে পারবে দলটি?

Link copied!