ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রেখেছে বাংলাদেশ

ইউএনবি

মে ২৩, ২০২২, ১১:৫৩ পিএম

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রেখেছে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলো অনেকদিন ধরেই অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। চীনের সাথেও ঋণের ফাঁদে আটকে গেছে কিছু দেশ। এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো বলে দাবি করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে, কৌশলগত দিক বিবেচনায় ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখেছে বাংলাদেশ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ফেলো আনু আনোয়ার এমন মন্তব্য করেছেন। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ব্যাপক ঘাটতির কারণে দেশটি দেউলিয়া হওয়ার পথে।

নেপালে রিজার্ভ কমে যাওয়া, বাণিজ্য ঘাটতি ও পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

তবে বাংলাদেশের পরিস্থিতি এখনও তেমন নয় বলে মন্তব্য করেছেন আনু আনোয়ার। তিনি বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

আনু আনোয়ার বলেন, “চীন ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে কৌশলগত নীতি অনুসরণ করেছে বাংলাদেশ।”

আনোয়ার যোগ করেছেন, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য বজায় রেখেছে বাংলাদেশ। চীন ও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা গড়ে উঠেছে।

তিনি বলেন, ওয়াশিংটনের কাছ থেকে বাংলাদেশ যে গুরুত্ব পাচ্ছে তাতে অনুমান করা হচ্ছে বাংলাদেশ চীনের কক্ষপথে পড়ে যাচ্ছে।

Link copied!