ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০২:২৪ এএম

ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা টিকা নিয়েছে তাদেরকে এটা মনে করলে হবে না যে, আমি টিকা নিয়েছি; তাই, একদম নিরাপদ। তাদেরকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং কিছুক্ষণ পরপর হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। এছাড়া সবাইকে সাবধানে থাকতে হবে বলেও তিনি অবহিত করেছেন।

সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে সভার উদ্বোধনী আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা তুলে ধরেন।তিনি গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন।

সেসময় দেশব্যাপী টিকাদান কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে ভ্যাকসিন নেওয়ার নিবন্ধনের বয়সসীমা বয়সসীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ বছর করার কথা বলেন প্রধানমন্ত্রী। নিবন্ধনকৃতরা যাতে টিকাদান কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন সে রকম একটি ব্যবস্থা চালু করার জন্য তিনি নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে টিকা প্রদানকে আরো একটু সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এখন আমার মনে হয় একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি দেয়া যেতে পারে। কারণ, একবার দিয়ে আবার নেক্সট ডোজের জন্য তৈরি হতে হবে। তিনি টিকা গ্রহণকারীদের পরিচয়পত্র প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন বাহিনী এবং পরিচ্ছন্ন কর্মীদের জন্য টিকা দেয়া খুবই গুরুত্বপূর্ণ। এজন্য পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে এসে তাদের দ্রুত (টিকা) দিয়ে দিতে হবে এবং এটা একটু বলে দিতে হবে (সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে)।

তিনি বলেন, যারা ফ্রন্ট লাইনার তাদের আগে দিতে হবে। এরমধ্যে চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত যারা, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য বাহিনীগুলো এবং যারা এই কোভিড মোকাবেলায় সক্রিয় ছিল তাদেরকে আগে দিচ্ছি।

সূত্র: বাসস

Link copied!