মণিপুরে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ৮১

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২, ২০২২, ০৬:২৯ পিএম

মণিপুরে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ৮১

ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকা রয়েছেন আরও ৫৫ জন। এ খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

নিহতদের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। উদ্ধারকর্মীরা জানান, মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।



এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উদ্ধারকাজ এখনও চলছে ।কেন্দ্রীয় সরকারের পাঠানো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে সহায়তা করছেন।

এটিকে,মণিপুর রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে বাজে ঘটনা’ বলে অভিহিত করেন উদ্ধারকাজ সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যাওয়া মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের মরদেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন স্থানীয় ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।

প্রসঙ্গত, ভারী ও টানা বর্ষণে গত বৃহস্পতিবার মণিপুর রাজ্যের ননে জেলার টুপুল রেল ইয়ার্ডেঅ ওইসময় রেললাইন পাতার কাজ চলছিল। ধসের পাথর ও কাদামাটিতেই ভেসে যান রেল ইয়ার্ডের শ্রমিক ও সেনাবাহিনীর সদস্যরা। ভূমিধসে ভেসে যায় সেনাক্যাম্পসহ একাধিক ঘরবাড়ি।

Link copied!