মাঙ্কিপক্স প্রতিরোধে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

মে ২২, ২০২২, ০৪:৪৩ পিএম

মাঙ্কিপক্স প্রতিরোধে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

১২টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস সংক্রমিত রোগ  'মাঙ্কিপক্স'। যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সচেতনদের মাঝে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন পর্যন্ত  ১০০ জনেরও মতো এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন। 

বৈশ্বিক এমন পরিস্থিতিতে নতুন এই সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের প্রত্যেক বন্দরে আগে থেকেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তবে ভাইরাসটি নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ সমস্ত পোস্টগুলোকে আমরা সতর্ক থাকতে বলেছি যাতে সন্দেহভাজন কেউ আসলে যেন চিহ্নিত করা যায়।

 

 

Link copied!