মাহাথিরকে ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা: খালিদ মাহমুদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৪:৫৫ এএম

মাহাথিরকে ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা: খালিদ মাহমুদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহাথির মোহাম্মদকে ছাড়িয়ে গেছেন। আগামী দিনের পৃথিবী শেখ হাসিনার কথা বলবে। শেখ হাসিনার উন্নয়নের কথা বলবে। এটাকে আমাদের ধরে রাখতে হবে। জাতির পিতা ও ৩০ লাখ শহীদের স্বপ্নের স্বাধীনতার মাহেন্দ্রক্ষণে আমরা অপেক্ষা করছি। ১৬ কোটি মানুষের কেউ এখন না খেয়ে থাকে না। মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। এটাই স্বাধীনতার মূল সুখ। এ সুখ শুধু নয়; এটাকে আমাদের আরও এগিয়ে নিতে হবে।

শনিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুল মঞ্চে তিনদিনব‍্যাপী জাতীয় চারণ কবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

রবীন্দ্রনাথ ও নজরুল মঞ্চের উদ্বোধন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে সংস্কৃতি। আমরা যদি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারি- তাহলে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা বিনির্মাণ হয়েছে; সেটা ধরে রাখতে পারব। আমরা সে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। জেলায় জেলায় শিল্পকলা একাডেমী হচ্ছে। প্রত‍্যেকটি উপজেলায় শিল্পকলা একাডেমী হবে। শিল্পকলা একাডেমীগুলো হয়ে গেলে চারণ কবিদের চর্চাসহ সকল সংস্কৃতি কর্মকাণ্ডের চর্চা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ে অনেক শিল্পী বেরিয়ে আসবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখতে পাব।

Link copied!