মাহেদী ঝড়ে রংপুরের জয়

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ১২:২২ এএম

মাহেদী ঝড়ে রংপুরের জয়

 

বিপিএলে বেশ ভালোভাবেই ঘুড়ে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। শেষ তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে এখন রংপুর।

জয়ের ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে সোমবার ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। তাতে তারা সফল হয়েছে। সিলেটে মাহেদী হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে দলটি। 

রংপুরের জয়ের নায়ক মাহেদী। ১৪৪ রান তাড়ায় সিলেটে বিষ্ফোরক ব্যাটিং করেছেন মাহেদী। তিনে নেমে ৪৩ বলে ৬ চার, ৫ ছক্কায় ৭২ রান করেন তিনি। অবশ্য দলকে জয়ী করে মাঠ ছাড়া হয়নি তার। উদ্ধোনী জুটি না জমলেও মাহেদীর ব্যাটিং তান্ডবে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও মাহেদী জুটি স্কোরকার্ডে জমা করেন ৬৩ রান। ১২৩ রানে ৫ উইকেট হারানোর পর মোহাম্মদ নওয়াজ (১৭*) ও আজমতউল্লাহ ওমরজাই (১২*) জুটি দলকে জয়ী করে মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ঢাকা ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান করে। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর উসমান গনির ৫৫ বলে ৭৩ রান আর নাসির হোসেনের ২২ বলে ২৯ রানে ভর করে দেড়শ’র কাছাকাছি দলীয় সংগ্রহ পায় ঢাকা। ১৩ রানে ১ উইকেট নেন ম্যাচসেরা মাহেদী। ওমরজাই ২৭ রানে শিকার করেন ২ উইকেট। 

৯ ম্যাচ খেলা ঢাকার এটি ৭ম হার। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান নাসিরদের। 

 

Link copied!